সোনার বরণ পাখি
আলামিন শুভ
সবুজ বনে এসেছিল সোনার বরণ পাখি,
নীরব বনের ঘুম ভাঙাতে উঠেছিল ডাকি।
সোনার পাখির মিষ্টি ডাকে পড়েছিল সাড়া,
ঝরনা পাহাড় দূর নীলিমা হলো পাগল পারা।
কণ্ঠে সদা বইতো পাখির প্রভুর নামের ঢেউ,
বলতো ডেকে দিবা-নিশি ভুলো না তা কেউ।
দেশ মাটি মানব প্রেমে হয় যে আকুল মন,
মুক্তির উপায় খুঁজত পাখি গানে সারাক্ষণ।
হিজল তমাল জারুল পিয়াল শোকে বিষাদময়,
ঘাস ফুলেদের সুপ্ত বুকে ব্যথার ছন্দলয়।
জান্নাতের ঐ ফুলের বাগে এখন পাখির বাসা,
হিজল বনে নীরবক্ষণে হয়তো যাওয়া আসা।
ভাবনা
সিকান্দার আল মামুন
বইছে হাওয়া নিরবধি
কচি ধানের মাঠে
মেঘের ভেলায় উড়ে যেতে
মন বসে না পাঠে।
নীল আকাশের মাখামাখি
সবুজ ধানের ক্ষেতে
কিশোর মনের ভাবনা অনেক
ছুটছে মেঠোপথে।
ঘাস ফড়িংয়ের ওড়াউড়ি
বাউল হাওয়ার সাথে
চুপটি করে শিশির কণা
বসে কোমল হাতে।
দ্বন্দ্ব
রবিউল ইসলাম রবি
তোমার আকাশ মেঘে ঢাকা
চাঁদ দেয় না আলো
আমার আকাশ তোমায় নিয়ে
গল্প লেখে ভালো।
তোমার পৃথিবী নিকষ কালো
অমাবস্যায় ভরা
আমার পৃথিবী মুগ্ধ মনে
সোনার ফসল ঝরা।
আমি লিখি
আল আমিন
আমি লিখি কৃষক পায়ের
কাদা পানির কাম,
সূর্য আলোয় তীব্র তাপে
মাথায় জমা ঘাম।
আমি লিখি ফেরিওয়ালার
কাঁধের ঢালি খানি,
সারা গাঁয়ে ঘুরার জন্য
ঝরছে মুখে পানি।
আমি লিখি গ্রাম মায়ের
কাজের দুখান হাত,
রোদের তাপে ধান শুকিয়ে
ভানছে সারা রাত।
ছাত্রজীবন
সাইদুর রহমান
ছাত্রজীবন সুখের নয়
কষ্ট করে পড়তে হয়।
কষ্ট যদি সফল হয়
জীবন বড় সুখের হয়।
পড়া লেখার মাঝে
জীবন ভালো সাজে।
ফুলের বনে খোকা
আলম মুহাম্মদ
সেদিন খোকা বড্ড একা
ফুলের বনে যায়
খোকাকে পেয়ে ফুল পাখিরা
খুশিতে গান গায়।
গোলাপ হেসে পাপড়ি মেলে
বললো ডেকে ডেকে
ওরে খোকা যাচ্ছ কোথায়
পা ফেলে এঁকে বেঁকে?
আমার গায়ে অনেক সুবাস
একটু নেবে তুমি?
সুবাস পেলে তুলতুলে গায়
সবাই দেবে চুমি।
এমন সুবাস চাই যে আমি
থাকবে জগৎ খ্যাতি
ছড়িয়ে দেব বিশ্ব মাঝে
জ্ঞানের আলোক বাতি।
স্বপ্নপুরী
মোহাম্মদ আমিন
ফুলপরী আর পাখির সাথে
কথা হবে দিনে রাতে
এমন কোন স্বপ্নপুরে
যেতাম যদি দিন-দুপুরে।
রৌদ্র-ছায়ার বিনিময়ে
আনব কিনে চাঁদের কণা
রাখব এটা বাক্স ভরে
আঁধার রাতে চাঁদ লুকালে।
ফুলের গন্ধে ঘুম ভেঙে সব-
মৌমাছিরা আসবে তেড়ে
ফুলের মাঝে আসন পেতে
ডাকব ওদের হাতটা নেড়ে।
হেমন্ত
সা’দ সাইফ
ধানের ক্ষেতে লাগছে হাওয়া
দুলছে দেদুল দুলছে,
কৃষক ভায়ের মন ও মুখে
খুশির ঝিলিক ঝুলছে।
উঠোন জুড়ে আছে ভরে
সোনা বরণ ধান,
সেই খুশিতে গায় যে কৃষক
হেমন্তেরই গান।