মা
হাজেরা সুলতানা হাসি
মাগো তোমার মুখখানি ঐ
যতই দেখি লাগে ভালো
তোমার মুখের একটু হাসি
দূর করে যে মনের কালো!
তোমার ছোঁয়ায় সব ক্লান্তি
হয় নিমিষে দূর
তুমি আমার আঁধার ঘরে
জান্নাতি এক নূর।
মাগো আমার তোমায় ছাড়া
কিছু ভালো লাগে না
তুমি পাশে না থাকলে
মনে ছন্দ জাগে না।
মাগো তুমি এমনি করে
থেকো সদা পাশে
তোমার পরশ একটু পেলে
মনটা আমার হাসে।
কিশোর
ওমর ফারুক
কিশোর তুমি যুবক হলে
বুকটা ভেবো আকাশ
সুনীল জুড়ে বইতে দিয়ো
শান্ত নিবিড় বাতাস।
সূর্য হয়ে আলো দিয়ে
ঘুচে দিয়ো আঁধার
নাবিক হয়ে তুফান চিরে
পাড়ি দিয়ো পাথার।
শুষ্ক ভূলোক সিক্ত হয়ে
সবুজ হবে তখন
মরুর বুকে মেঘের মত
ঢালবে পানি যখন।
পাখির সুরে ভরে তোলো
বাগে ফুল ও ফল
শুকিয়ে গিয়ে হাসে যেন
দুঃখ নদের তল।
নিজকে গড়
রাকিবুল এহছান মিনার
নিজকে গড় ফুলের মত
সত্য কথা বল
জ্ঞানের আলোয় মানুষ হয়ে
ন্যায়ের পথে চল।
চরিত্র হোক সুরভিত
শির হবে না নত
দেশকে ভালোবাসবে তুমি
বীর শহীদের মত।
চাঁদের মত উদার হবে
সূর্যের মত জ্বলবে
সোনার দেশের চাষির ক্ষেতে
ফসল হয়ে ফলবে।
গুণী থেকে শিক্ষা নেবে
কর্ম হবে ভালো
নিজকে গড় অধিক পড়ে
ছড়িয়ে দাও আলো।
নব সঙ্কল্প
কাওছার উদ্দিন
আমরা নবীন, আমরা তরুণ
গাইবো সবাই সাম্যের গান
নতুন করে গড়তে সমাজ
করবো চেষ্টা আপ্রাণ।
হৃদয় তলে বহ্নি জে¦লে
করছি নব সঙ্কল্প
সত্য ন্যায়ের মশাল ধরতে
নেই যে মোদের বিকল্প।
নতুন প্রদীপ জ্বালবো মোরা
সবুজ শ্যামল পানে
সবাই পাবে স্বস্তি ফিরে
নতুন মনে প্রাণে।
আঁধার ভুলে সূর্যের আলো
আনবো মোরা, আনবোই,
সত্য বাণী ছড়িয়ে দিয়ে
মেকির প্রাসাদ ভাঙবোই।
বিশ্বকে ছাড়াতে
সাইফুল্লাহ মনসুর ইসহাক
ভালো লাগে ঘুরতে
ডানা ছাড়া নীল আকাশে উড়তে।
ভালো লাগে পড়তে
ছোট ছোট স্বপ্ন তিলে তিলে গড়তে।
শুধু কি তাই?
আরও আছে ভাই!
ভালো লাগে কবিতা-ছড়াতে
সত্যকে জয় করে মিথ্যাকে হটাতে।
ভালো লাগে পারাতে
চেষ্টা সাধনায় বিশ্বকে ছাড়াতে।
আলোর বাতি
ইমরানুল ইসলাম
বই আমার আলোর বাতি
আঁধার করে দূর
বই মেলাতে সবার সুখে
বাজে বইয়ের সুর।
বই আমার বিশ্ব বুকে
দেখায় আলোর মুখ
সেই আলোতে ভেসে যায়
মনের সব দুঃখ।
বই যে আমার মনের ভেতর
মেটায় শত আশা
বই কেনা যায় মনের মাঝে
থাকলে ভালোবাসা।
বই যে আমার বন্ধু হয়
আমার প্রিয় সাথী
পূর্ণ করে জ্ঞানের আলো
জ্বালায় আলোর বাতি।
অনাহারী
আনোয়ার হোসেন ফারুক
তোমরা যারা থাকছো সুখে
চার দেয়ালে ঘেরা
ভাবছো কভু কেমনে থাকে
যাদের নেই বেড়া?
রোজবিহানে পায়েস রুটি
কাবাব সাথে দই
তিনটে বেলা দারুণ ভোজে
করছো হইচই।
থাকছে যারা ঝুপটি ঘেরা
পথের যতো বাঁকে
তাদের খবর রাখছো কভু
অবসরের ফাঁকে?
আয়েশ ভরে খাবার মাঝে
সুখটি খুঁজে পাও,
দেখলে পরে অনাথ শিশু
পাশ কাটিয়ে যাও।
শোন তোমায় বলছি কথা
দাঁড়াও দেখি ভাই,
ওদের জন্য করার কিছু
আমাদেরই নাই?
তোমার সুখে একটি ভাগ
ওদের তবে আছে
সোহাগ ভরা হৃদয় দিয়ে
নাওগো টেনে কাছে।
তোমার পাশে থাকে যদি
অনাহারীর কেউ
রোজহাশরে দেখবে তুমি
দুঃখ নদীর ঢেউ!
পথশিশু
সাজিদ মাহমুদ
রাস্তাঘাটে বাড়ি আমার
রাস্তাঘাটে ঘর
রাস্তার শিশু বলে আমায়
সবাই ভাবে পর।
পথশিশু বলে আমায়
সবে করে হেলা
বাসি খাবার খেয়ে আমার
যায় কেটে যায় বেলা।
একটুখানি আদর সোহাগ
তোমরা আমায় দাও
আপন ভেবে তোমরা আমায়
বুকে টেনে নাও।
দ্বিধাদ্বন্দ্ব
আবু হানিফ
একটি কবিতা লিখব বলে
খাতা কলম নিলাম তুলে
পাইনা খুঁজে কোনো ছন্দ
মনে লাগল দ্বিধাদ্বন্দ্ব।