Home নিয়মিত আমাদের কথা আমাদের কথা

আমাদের কথা

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
এখন শরৎকাল। কী মনোরম, কী স্নিগ্ধ! এত সুন্দর পরিবেশ যেন বিশে আর কোথাও দেখা যায় না।
আমাদের এই দেশ-ষড় ঋতুর দেশ। এমন সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই। আমাদের দেশের প্রকৃতিটাই এমন।
এই দেখো না, ক’দিন আগেও আকাশ থাকতো শ্রাবণের মেঘে ঢাকা। সারা দিনই একটানা ঝরঝর বৃষ্টি। কিন্তু এখন? এখন আর আকাশে সেই কালো মেঘের ঘনঘটা নেই, নেই আর ঝমাঝম বৃষ্টির দাপট। চেয়ে দেখো, আকাশটা কেমন কাশফুলের মতো সাদা! এরপর ধবল জোছনার তো কোনো তুলনাই হয় না। হ্যাঁ, এটা শরৎকালেরই রূপ-বৈচিত্র্য। শরৎ তো এমনি! শরৎ মানে পাতা ঝরানোর কাল। কাশফুলের বন্যা। কবি কেমন সুন্দর করে বলেছেন-‘আমলকী বন কাঁপে যেন তার বুক করে দুরুদুরু/পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু’। তবে শরতের রূপ-বৈচিত্র্য ফুটে ওঠে প্রকৃত অর্থে গ্রাম-বাংলায়। যার সৌন্দর্যের আলোকে মোহিত হয়ে ওঠে হৃদয়-মন।
আমাদের হৃদয়টাও শরতের আকাশের মতো সাদা, জোছনার মতো কোমল হয়ে উঠুক এই কামনাই করি।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ। হ

SHARE

Leave a Reply