বাংলাদেশ
সাজ্জাদ হোসেন
বাংলাদেশের বুক জুড়ে
সবুজ শ্যামল মাঠ
মাঠের বুকে কৃষক থাকে
সারা দিন ও রাত।
নানান জাতের ফলায় ফসল
করে নানান কাজ
সন্ধ্যা হলে ঘরে ফেরে
এইতো তার সাজ।
ছোট বোন লিনা
ফরিদ আহমদ ফরাজী
ছোট্ট বোনটি লিনা
সবাই তারে আদর করে
মিষ্টিভাষী কিনা।
সাদা কালো ডোরাকাটা
বিড়াল পোষে তাই
মায়ের শতো সোহাগ মাখা
শুনছে বকাটাই।
সকাল সাঁঝে কোন কাজে
আসলে অতিথি
সবার আগে সালাম দিয়ে
আনবে পিঁড়িটি।
এতোটুকুন ছোট্ট তবু
বুদ্ধি আছে তার
সবার সাথে আধোবোলে
সত্য চমৎকার।
তোমরা যারা শহরে থাকো
মতিউর রহমান মিয়াজি
তোমরা যারা শহরে করো বাস
সেথায় তবে উটকো হাওয়ায় কষ্ট নিতে শ্বাস
গাঁয়ে এসো আমার গাঁয়ে মিষ্টি হাওয়া পাবে
সবুজ গাছের নরম ছায়ায় প্রাণ জুড়িয়ে যাবে।
তোমরা যারা শহরে থাকো ভবন বহুতল
খাচ্ছ যারা নিয়মিত ফরমালিনের ফল।
গাঁয়ে এসো আমার গাঁয়ের পিয়ে মধুর পানি
হরেক ফলের তৃপ্তি পেয়ে হাসবে জীবন খানি।