উৎসব
মাহমুদুল হাসান নিজামী
আমাদের ঈদ আছে- আছে উৎসব
ঈদ মানে আনন্দ হর্ষ কলরব।
মুসলমানের দুইটি ঈদ দুটি উৎসব
বোধের মাঝে নতুন করে জাগায় অনুভব।
ঈদের নামাজ মুসলিম সমাজ সাম্যবাদে গড়া
ধনী-গরিব এক কাতারে মিলে নামাজ পড়া।
সাদা কালো সকল মানুষ এক খোদারই গোলাম
সঠিক পথে চলতে লাগে সেই খোদারই কালাম।
ছেঁড়া পোশাক দীন ভিখারি
অট্টালিকার প্রাসাদ ধারী-
বান্দা সবি তাঁহার
যার ইশারায় সৃজন হলো আকাশ জমিন পাহাড়।
বুকে বুকে কোলাকুলি
মুছে দেয়া মনের কালি।
ঈদ মানে নতুন দিনে নতুন চলার সবক
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।
সুবা মনির ঈদ
মুহাম্মদ ইসমাঈল
এবার ঈদে সুবা মনি
ধরছে যে বায়না
আদর সোহাগ যতই করি
কোনো কিছু খায় না ॥
বাবার কোলে চাচার কোলে
সারাদিনের ঈদ
আনন্দে আত্মহারা
নেইকো তার নিঁদ॥
ঈদের মাঠ নেইকো ঢাকায়
তবুও যাবে ঈদে
হঠাৎ খুকু কেঁদে বললো
লাগছে অনেক খিদে॥