Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

আমিনুল ইসলাম আইয়ূম
কামাল প্রতাপ, নড়াইল
– হ্যাঁ, যাবে। তুমি প্রবন্ধ, গল্পসহ সবকিছুই পাঠাতে পারো।
নাঈম
বকশীগঞ্জ, জামালপুর
– তোমার জন্য আমরা সকলেই দোয়া করছি। আল্লাহ তোমাকে কবুল করুন।
জাবেদ ইকবাল
হাজিরহাট, লক্ষ্মীপুর
– পত্রিকার প্রয়োজনে এমনটি হয়।
মোর্শেদ রুমন
ফুলগাজী, ফেনী
– লেখা ভালো হলেইতো ছাপা হয়। এর জন্য সকল সময় ভালো লেখার চেষ্টা করা উচিত।
নাঈমুর রহমান নাহিদ
সদর, কুড়িগ্রাম
– যাতে দ্রুত পাও সেই চেষ্টাই আমরা করছি। একটু ধৈর্য ধরো পেয়ে যাবে ইনশাআল্লাহ।
মু: ইসলামুল হক তুষার
বাঁশখালী, চট্টগ্রাম
– তোমার জন্য আমরা দোয়া করছি।
মো: সাইমুম ইসলাম
মাইজদী, নোয়াখালী
– ‘স্কুল আঙিনা’ বিভাগে পাঠিয়ে দাও।
সা’দ সাইফ
বাঁকুড়া, ঝিকরগাছা, যশোর
– হ্যাঁ, পারে। সময় হলে দেখবে ইনশাআল্লাহ।
মাহবুবুল্লাহ
সলংগা, সিরাজগঞ্জ
– পুরনো নয়, নতুন নতুন বিভাগ নিয়ে আমরা হাজির হবো ইনশাআল্লাহ।
মো: জাহাঙ্গীর আলম
ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
– কিশোরকণ্ঠ সময়মতো তোমাদের হাতে পৌঁছানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। দোয়া কর।
তানভীর হাসান শান্ত
শ্যামপুর, ঢাকা
– বটেইতো! লেখা ভালো হলে অবশ্যই ছাপা হবে ইনশাআল্লাহ।
আব্দুল্লাহ আন নাবীল
লালমোহন, ভোলা
– তোমার পরামর্শগুলো খুবই সুন্দর। এজন্য তোমাকে অনেক ধন্যবাদ।
মো: নওশেদ আলী
ভেলকু পাড়া, পঞ্চগড়
– বিভাগটি আবারো পাবে ইনশাআল্লাহ।
মো: সুজন মাহমুদ নূর
ধুলাউডী, কুড়িগ্রাম
– তোমার পরামর্শটি বিবেচনা করা হবে।

SHARE

Leave a Reply