Home আইটি কর্নার এপ্রিলেই বাজারে আসছে স্যামসাং ক্রোমবুক -তানভীর তাজওয়ার

এপ্রিলেই বাজারে আসছে স্যামসাং ক্রোমবুক -তানভীর তাজওয়ার

গুগলের ক্রোমবুক অর্ধযুগ ধরে তার জনপ্রিয়তা ধরে রেখেছে। আর এই দীর্ঘ সময়ে তাদের ক্রোমবুক নির্মাণ করেছে ডেল, অ্যাসার কিংবা স্যামসাংয়ের মতো কোম্পানি। স্বল্পমূল্য এবং মধ্যম ধাঁচের স্পেসিফিকেশনের নোটবুক কম্পিউটার হিসেবে ক্রোমবুকের পরিচিতি থাকলেও নতুন ক্রোমবুকে রয়েছে বেশ শক্তিশালী হার্ডওয়্যার।
এই এপ্রিলেই স্যামসাং নির্মিত ক্রোমবুক প্রো বাজারে আসতে যাচ্ছে। এতে ইন্টেলের কোর এমথ্রি-৬ওয়াই৩০ হেক্সাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। থাকবে ৪ গিগাবাইট র‌্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ। এখানে ওয়েব ব্রাউজিং থেকে শুরু করে বিভিন্ন অ্যানড্রয়েড অ্যাপ চলবে বাধাহীনভাবে। তবে নতুন এই ক্রোমবুকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তার পর্দায়। ২৪০০,১৬০০ রেজ্যুলুশনের টাচস্ক্রিন এলইডি পর্দা অ্যাপলের ম্যাকবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা রাখে। অন্যদিকে ক্রোমবুক প্রো মাত্র ০.৫৫ ইঞ্চি পুরু এবং ওজন এক কেজির কিছু বেশি। সঙ্গে থাকছে দু’টি ইউএসবি-সি পোর্ট। ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ব্লুটুথের মতো আইও সুবিধাও থাকছে এখানে। অপারেটিং সিস্টেম বরাবরের মতই ক্রোম ওএস।
৩৬০ ডিগ্রি কোণে বাঁকানো যাবে ক্রোমবুক প্রোকে, যার ফলে ট্যাব হিসেবেও ব্যবহারে কোনো সমস্যা থাকবে না। এর সঙ্গে থাকবে একটি টাচস্ক্রিন পর্দার উপযোগী পেন, যার ফলে বিভিন্ন অ্যাপ আরো বেশি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। গুগলের এই ক্রোমবুক দিন দিন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এমনকি অনেক শক্তিশালী পিসি এবং ম্যাকবুকের সঙ্গেও প্রতিযোগিতায় নামতে যাচ্ছে তারা। এর দাম ধরা হয়েছে ৫৪৯ মার্কিন ডলার। বাংলাদেশ টাকায় এটা ৪৪০০০ এর মতো দাম পড়বে।

SHARE

Leave a Reply