সমাজটাকে গড়
আবু তাহের শাকিল
চলার প্রতি ধাপে ধাপে
খেতে হবে ধাক্কা,
সফলতা পেতে হলে
হতে হবে পাক্কা।
কাঁটা ভরা পথ তবু
চলতে হবে ভাই,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
সামনে চলো যাই।
কর্মে ব্যস্ত থাক সদা
করবে না অলসতা,
জীবন যুদ্ধে লড়ে যাও
আসবে সফলতা।
নিজকে বড় করতে হলে
কষ্ট বেশি কর,
জ্ঞানী গুণী হয়ে তুমি
সমাজটাকে গড়।
সুখ
তাজওয়ার মুনির
গোমড়া মুখে থাকবো না
অন্ধকারে রইবো না
দেখবো আলোর মুখ,
মিথ্যাকে মানবো না
চাল-চালাকি করবো না
আসবে ফিরে সুখ।
অপমান সইবো না
নির্যাতন করবো না
দরাজ হবে বুক,
কৃপণতা করবো না
অলসতায় ডুববো না
ঘুচবে সবার দুখ।
ইচ্ছে করে
সাজিদ মাহমুদ
ইচ্ছে করে ডানা মেলে
আকাশ পানে উড়ি,
ইচ্ছে করে হই যে আমি
নাটাই বিহীন ঘুড়ি।
ইচ্ছে করে আকাশ পানে
তারা হয়ে থাকি,
ইচ্ছে করে হই যে আমি
সকাল বেলার পাখি।
ভোর
জুবায়ের বিন ইয়াছিন
পাখি ডাকে গাছের শাখে
মিষ্টি-মনোহর
ফুলের গন্ধ দেয় ছড়িয়ে
মন মুগ্ধকর।
পুব আকাশে সূর্য হাসে
হাসে সোনা রোদ
শিশির ভেজা ঘাস যে মনে
ছড়ায় সুখের বোধ।