Home নিয়মিত কিশোর জিজ্ঞাসা কিশোর জিজ্ঞাসা

কিশোর জিজ্ঞাসা

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত সংবাদ সংস্থার নাম কী?
উত্তর: বাসস।
প্রশ্ন: রাসূল মুহাম্মাদ (সা) কতবার হজ করেন?
উত্তর: একবার। বিদায় হজ ১০ হিজরি।
প্রশ্ন: হাতির দেশ কোনটি?
উত্তর: থাইল্যান্ড।
প্রশ্ন: প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কী?
উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ।
প্রশ্ন: বিশ্বব্যাংক থেকে বেশি লোন নিয়েছে কোন দেশ?
উত্তর: ভারত।
মো: ইসমাঈল, চরফ্যাসন, ভোলা

প্রশ্ন: জাপানের জাতীয় ফুলের নাম কী?
উত্তর: চন্দ্রমল্লিকা।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদের নাম কী?
উত্তর: লেক বৈকাল।
আবু হানিফ
সোনারায়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
প্রশ্ন: পৃথিবীর কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
উত্তর: আমাজান।
প্রশ্ন: হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে?
উত্তর: পঞ্চগড়।
প্রশ্ন: ইসলামের প্রথম শহীদ কে?
উত্তর: হযরত সুমাইয়া (রা)।
প্রশ্ন: মুসলিম জাতির পিতা কে?
উত্তর: হযরত ইবরাহিম (আ)।
প্রশ্ন: ইখওয়ানুল মুসলিমিন সংগঠনটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শহীদ হাসান আল বান্না।
মো: মেহেদী হাসান
বকশীগঞ্জ, জামালপুর
প্রশ্ন: মহানবী (সা) সর্বপ্রথম হিজরত কোথায় করেন?
উত্তর: আবুসিনিয়া।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড কোন দলের?
উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: বাংলাদেশের পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: অভিষেক ম্যাচে হ্যাটট্রিকসহ ছয় উইকেট পাওয়ার রেকর্ড কার?
উত্তর: কাগিসো রাবাদা। (দক্ষিণ আফ্রিকা)
প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর আগের নাম কী ছিলো?
উত্তর: দোলাই।
প্রশ্ন: কে সর্বশেষ অহি লিখেছিলেন?
উত্তর: হযরত উবাই ইবনে কাব (রা)।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম টাকার প্রচলন হয় কবে?
উত্তর: ৪ মার্চ ১৯৭২।
প্রশ্ন: বিপিএল এ টানা তিন আসরে শিরোপাধারী অধিনায়ক কে?
উত্তর: মাশরাফি বিন মর্তুজা।
প্রশ্ন: আরবি সাহিত্যে নোবেলজয়ী সাহিত্যিক কে?
উত্তর: নাজিব মাহফুজ।
প্রশ্ন: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ইচখ) কত সাল থেকে শুরু হয়?
উত্তর: ২ ফেব্রুয়ারি ২০১১।
প্রশ্ন: বিপিএল এ এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক কে?
উত্তর: সাব্বির রহমান রুম্মান, ১২২ রান।
প্রশ্ন: বাবরি মসজিদ ধ্বংস করা হয় কত তারিখে?
উত্তর: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর।
হোসাইন মোহাম্মদ রিয়াজ
ছিটুয়াপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম

SHARE

Leave a Reply