মাতৃভাষা বাংলা আমার
পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম
মনের সকল সূক্ষ্ম আকুতি
আর যত সব স্মৃতিচিহ্ন
এঁকে দিতে তা তুলির আঁচড়ে
মাতৃভাষা ছাড়া নেই ভিন্ন।
‘মাতৃভাষা খোদার সেরা দান’
সুন্দর সুমিষ্ট উপহার
আধো আধো বুলির ডাক
পায় যেথা উপসংহার।
ভিনদেশী ভাষাতে নেই বিদ্বেষ
নেই শ্রদ্ধার ঘাটতি
তবুও মায়ের ভাষাতেই পাই
সব থেকে বেশি ভক্তি।
আমার ভাষা বাংলা ভাষা
এই ভাষারই জন্য
আমার ভাই রক্ত দিয়ে
করেছে জীবন ধন্য।
একুশ নয়তো আট
ওয়াহিদ জামান
ফেব্রুয়ারির একুশ তারিখ
ইংরেজি এক নাম,
জীবন দিলো বাংলার জন্য
এই তবে তার দাম?
ফাল্গুন মাসের আট তারিখে
সকল বাঁধন ছিঁড়ে,
রক্ত দিলো দেশ জনতা
রাজপথের ভিড়ে।
ফাগুন এলে আগুন জ্বলে
মায়ের ভাষা কই?
বিদ্যালয়ে নেইতো এখন
বাংলা ভাষার বই!
উর্দু ছেড়ে হিন্দি ধরে
মডার্ন শিশুর দল,
টিভি দেখে শিখছে তারা
দাদা বাবুর ছল।
পরের ভাষায় বিচার চলে
আদালত পাড়ায়,
ব্যঙ্গ বাংলা দেখছি কেন
কবিতা ও ছড়ায়?
রেডিওতে আজব বাংলা
শুনছি আমরা সব,
এফএম জুড়ে জকিদের ঐ
নষ্ট কলোরব।
ফেব্রুয়ারি বাতিল করে
বলতে হবে ফাগুন,
একুশ নয়তো আট তারিখে
উৎসবে সব জাগুন।