Home তোমাদের কবিতা তোমাদের ছড়া-কবিতা

তোমাদের ছড়া-কবিতা

তরুণের জন্য     -মাহমুদ রনি
তরুণ তোমার সময় কোথায়
অসৎ পথে হাঁটবার
ঐ যে ডাকে কুরআন হাদিস
হাতছানি দেয় বার বার।

তাই আহ্বান তোমার জন্য
সঠিক পথে ফিরবার
গড়তে জীবন বিবেক দিয়ে
আল্লাহ-রাসূল চিনবার।

ছন্দের সুর
-তানভীর সিকদার

ছন্দ আঁকি, ছন্দ মাখি
ছন্দে লিখি ছড়া
ছন্দ আলো, ছন্দ ভালো
ছন্দে সবি গড়া।
ছন্দ নিয়ে ছন্দ দিয়ে
ছন্দে তালে খেলা
ছন্দ পেয়ে, ছন্দে গেয়ে
ছন্দে কাটে বেলা।
ছন্দ দোলে, ছন্দ তোলে
ছন্দে নতুন সুর
ছন্দ আনে, কাছে টেনে
হোক না যতই দূর।

নতুন বছর
-আবুজার গিফারী নাঈম

বছর শুরুর প্রথম থেকেই
মনের অনেক আশা
নতুন রূপে মায়ায় ঘেরা
দেশকে ভালোবাসা।
নতুন বছর আনুক বয়ে
শান্তি আমার দেশে
আমরা সবাই থাকবো সুখে
বাঁচবো বীরের বেশে।

সোনার মাটি
-আবুল হাসান জারজিস

বাংলাদেশের মাটির সাথে সোনার তুলনা
যে মাটিতে জন্ম তোমার তারে ভুলো না।

সোনা যেমন আপন গুণে ঝকমকিয়ে ওঠে
আমার দেশের মাটির মাঝে সোনার ফসল ফোটে।
সোনার মাটি সোনার ফসল সোনার ছড়াছড়ি
সেই সোনাতে সোনালি ধান খাচ্ছে গড়াগড়ি।

জেলেরা সব নদীর বুকে ফেলে তাদের জাল
ঢেউয়ের সুরে মাঝিরা সব ধরে তাদের হাল।
ডাক দিয়ে যায় চরবাসীরা বাধা মানে না
যে মাটিতে জন্ম তোমার তারে ভুলো না।

SHARE

Leave a Reply