Home ছড়া-কবিতা তোমাদের ছড়া-কবিতা

তোমাদের ছড়া-কবিতা

মায়ের চিঠি  –
আবু ইউছুফ সুমন

খোকার কাছে মায়ের চিঠি
হলদে খামে করে
কী ছিল সেই চিরকুটেতে
বলছি শুনো পড়ে।

শীতের কাল এলো খোকা
এবার বাড়ি আয়
প্রতিবার-ই আসবি বলে
রাখিস যে আশায়।

তোর আদরের ছোট্ট বোনও
আমায় শুধু বলে
আসবি কবে এই প্রশ্নেই
ভরায় কোলাহলে।

এবার কোনো কিন্তু যেন
না শুনতে হয় আর
গুনছি প্রহর অপেক্ষায় তোর
আমার কাছে ফেরার।

প্রজাপতি    –
কামরুল ইসলাম

প্রজাপতি প্রজাপতি
বলো না আমায়
কোথা থেকে এতো রং
মেখেছো জামায়।

প্রজাপতি প্রজাপতি
রাগ কর না ভাই
রং চাই না তোমার কাছে
ভালোবাসা চাই।

স্বপ্ন দেখি  –
মেহদী হাসান তালহা

স্বপ্নময় পৃথিবীতে স্বপ্ন দেখি কত
গড়বো মোরা এদেশকে বেহেশতের মতো,
স্বপ্ন দেখি এমন কিছু করার
সবার সামনে পতাকাকে উঁচু করে ধরার।

স্বপ্ন দেখি অনেক কিছু করার
রক্ত দিয়ে বুকের মাঝে দেশের নাম লেখার,
স্বপ্ন দেখি হাত বাড়িয়ে নীল আকাশ ধরার।

মশা  –
আহাদ আলী মোল্লা

মশারির চার কোণে
মশা গায় গান
মাঝখানে খোকা শুয়ে
খাড়া করে কান।

গুন গুন ভুন ভুন
আহা কী যে সুর
গান শুনে খোকা হয়
ঘুমে ভরপুর।

মশারিতে ঢোকে মশা
পথ করে বের
অচেতন খোকা বাবু
পায় না তা টের।

 

SHARE

Leave a Reply