সুন্দরবনে বাঘ থাকে তা জানো?
দেখতে গেলে বাঘ নিয়ে যায় প্রাণও!
বাঘের থাবায় প্রচন্ড সব শক্তি;
তাই বলে কি লুটিয়ে পড়ে
দেখায় সবাই ভক্তি?
সবাই থাকে সাবধানে খুব চলে এড়িয়ে,
ওদের মতো ওরা সুখী বনে বেড়িয়ে।
তবু কভু বাঘই করে বনের শান্তি ভঙ্গ,
একগুঁয়ে সে দেখিয়ে ফেরে ডোরাকাটা অঙ্গ।
শিকারি যায় বাঘ মারতে উচ্চে বাঁধে মাচা;
কেউ তো বানায় বাঘের জন্য লোহা দিয়ে খাঁচা।
বাঘ তবুও বাঘই আহা সুন্দরবনের বাঘ!
এই বাঘকেই ভালবাসি রাগ বা অনুরাগ।