Home ছড়া-কবিতা ছড়া-কবিতা

ছড়া-কবিতা

হেমন্ত মন-
মাহমুদুল হাসান নিজামী-

নীলের দেশে নীল নীলিমায় নীলের সীমানায়
কালো-ধবল মেঘের কোণে নবীন ভাবনায়
সবুজ পাতা হালের খাতা
ষষ্ট ঋতুর ছন্দ গাঁথা
হৃদয় লোকে স্বপ্ন সুখে ভাবনা অনন্ত
হাসির পরাগ কোন অনুরাগ-এলো হেমন্ত
কে সাজালেন প্রকৃতিতে নানা রূপের সাজ
কার তুলিতে এই জমিনে রঙের কারুকাজ
এই পৃথিবীর সব জমিনে একি রঙের সবুজ
জগত সভায় হেঁটে হেঁটে নিয়ে দেখ খোঁজ
নদীর তলে কলে কলে অতল দরিয়ায়
হেমন্ত মন এমনতো রূপ কভু খুঁজে পায়

হেমন্তের মজা-
হেলাল আনওয়ার-

ফুলের বনে পাখির গানে
মুগ্ধ চারিদিক
গাছে গাছে সবুজ পাতা
করে ঝিকমিক।
আসলে বেয়ে দখিন হাওয়া
যায় কি এমন আর কি পাওয়া!
নীল আকাশে মুক্তা মালা
আলোর ঝিলিক দেয়
তারার আলো ভাসছে যেন
শ্যামল সবুজ গাঁয়।
সন্ধ্যা রাতে তালের শাখায়
বিবাদ বাধায় পাখি
সরষে ফুলের পারদ যেন
ঝলসে দিল আঁখি।
খেজুর চূড়ায় রসের হাঁড়ি
কী যে মজা বাড়ি বাড়ি
নলীন রসে ঠোঁট ভিজিয়ে
নাচে ফিঙে রাজা
কাঠবিড়ালি হেসে বলে-
আহা কী যে মজা!

SHARE

Leave a Reply