বই পড়-
এইচ এম মাহমুদ-
বই পড় বই
তার মাঝে আলো আছে
ভাল আর কালো আছে
জ্ঞান থৈ থৈ।
বই পড় বই
তার মাঝে সুখ আছে
হতাশা ও দুঃখ আছে
সফল জীবন হই।
বই পড় বই
তার মাঝে প্রীতি আছে
গল্প ও গীতি আছে
হাজার কথার খই।
হেমন্তের আকাশে-
আরিফ শাওন-
ঝিরিঝিরি হাওয়া বয় হেমন্তের আকাশে,
সোনারং ধানে ধানে দোল দেয় বাতাসে,
উদোম হাওয়ায় মাতাল করে সবারে।
ঘাসে ঘাসে স্নিগ্ধতা ঝরে পড়ে পাতালে,
কিছু পাতা ঝরে পড়ে গাছ ধরে ঝাঁকালে,
গন্ধ ছড়ায় জুঁই চামেলি-জবারে।
মাঠে মাঠে চাষি ভাই মন দেয় কাজেতে
কৃষাণী পিদিম জ্বালে সন্ধ্যায়-সাঝেতে,
দিন শেষে ক্লান্তি আসে ওই গাঁয়েতে।
বাবুই পাখি-
মাসুমা আক্তার রুমা –
বাবুই পাখি বাবুই পাখি
ঘর বেঁধেছ দূরে
ছড়ায় তোমার ছবি দেখে
ডাকি আপন সুরে।
কথা কওনা দেখা দাওনা
কেমন তোমার হিয়া
জানি তুমি আসবে ফিরে
হলুদ শাড়ি নিয়া।
আমি যদি পাখি হতাম
উড়তাম মাথা দুলে
তোমার সাথে করতাম খেলা
সকল কিছু ভুলে।