Home তোমাদের কবিতা ছড়া-কবিতা

ছড়া-কবিতা

কোরবানির ঈদ
আমিন আল আসাদ

আত্মত্যাগের ঈদ হলো ভাই ঈদুল আজহা
কোরবানির ঈদ
আত্মত্যাগের আদর্শে আজ জাগিয়ে দাও
ভাঙিয়ে নিদ।

শুধু পশু কোরবানির নয় তারই সাথে
করবো জবাই
মনের ভেতর পুষে রাখা পশুটাকে
আমরা সবাই।

কোরবানির এ শিক্ষা থেকে নিতে হবে
সত্যের আলো
তবেই ভবে শান্তি হবে দূর পালাবে
আঁধার কালো।

ঘুমরে পাখি
কাজী ফাতমো ছবি

ঘুমরে পাখি ঘুম দয়িে যা
খোকার দু’টি চোখে
চোখরে পাতায় আলতো ছােঁয়ায়
ঘুমপাড়ানি লোক।

খোকা বাবু ভারি দুষ্টু
জগেে থাকে রাতে
ঘুমরে পাখি গল্প করবি
দুষ্টু খোকার সাথ?

খোকার মা’টা ঘুমাক এবার
স্বপ্ন নয়িে চোখে
সকাল সকাল না জাগলে যে
মন্দ বলবে লোক!

ত্যাগের মহিমা
ফাতেমা নার্গিস

ত্যাগের মহিমা নিয়ে আবার এলো
কোরবানির ঈদ।
কি করে বরণ করি তোমায়
ভেবে নাই চোখে নিদ।

শত বছরের ইতিহাসে
খুঁজে ফিরি কোরবানির মহিমা।
সৃষ্টিকর্তা মানবের মাঝেই
দিলেন ত্যাগের উপমা।

সেই ত্যাগের বাণী আজ
ছড়িয়ে গেছে সারা বিশ্বময়।
সেই ত্যাগ যেন দিশার আলো
ছড়িয়ে দেয় ওগো দয়াময়।

ঈদের রঙ মেখে
মনসুর আজিজ

বিজনে স্বজন পেলে এই মনে আনন্দ রাশি রাশি ফোটে
নদীর জোয়ার পেলে ঢেউগুলো যেমনি পাড়ের দিকে ছোটে
খুশি যদি সারবাঁধা নাও হয়ে ঘাটে ঘাটে বয়ে নেয় ঈদ
কানে কানে হেসে হেসে বলে যায়Ñ কাল ভোরে ভাঙাবোই নিদ।

কপালের ভাঁজ খুলে আকাশটা দেয় এনে কোরবানির স্বাদ
দৃষ্টির সীমানায় মন নীল নীলিমায় ভেসে ওঠে এক ফালি চাঁদ
ত্যাগ যদি বিলানোর মতো হয় মানুষের কাছে
শয়তান পাবে নাতো নিজ গৃহে আর আশপাশে।

আমাদের মন যদি আলোকের মতো হয় নির্মল-উজ্জ্বল আরো
বিবাদ-বিষাদ ভুলে বন্ধুত্ব মেখে নিয়ে অপরকে বুকে নিতে পারো
পাখিরা গানের সুরে ফুলেরা সুবাস মেখে মানুষকে ভালোবেসে ডাকে
নদীরা ঢেউয়ের ভাঁজে আকাশটা নানা রঙে বন্ধুত্ব কতো রূপে আঁকে।

ঈদের রঙ মেখে আমরাও ঘরে ঘরে আকিকের মতো জ¦লে উঠবো
ফুলের সুবাস মেখে আঁধারের বুক চিরে ভোরের আলোর মতো ফুটবো।

হারিয়ে যায়
উম্মে নাজিয়া

সুন্দর একটি সকাল সন্ধ্যায় হারিয়ে যায়
সুন্দর একটি মুহূর্ত নিমেষেই মিশে যায়।
সুস্বাদু খাবারের স্বাদ ক্ষুধায় মিলে যায়
তারা ভরা নীল আকাশ মেঘে ঢেকে যায়।
একটি সুন্দর ফুল নিঃশব্দে ঝরে যায়
প্রিয়জনের ভালোবাসা স্মৃতি হয়ে যায়।
বাবা মায়ের আদর একদিন হারিয়ে যায়
সুন্দর একটি মুখ ইথারে ভেসে যায়।
কোনটি স্থায়ী এই দুনিয়ায়?
এক সময় সবকিছুই নিঃশেষ হয়ে যায়!

SHARE

Leave a Reply