Home ছড়া-কবিতা ছড়া-কবিতা

ছড়া-কবিতা

শরৎ এলো
মুন্সী আসাদ উল্লাহ

আকাশে নেই কালো মেঘ
আকাশ এখন ফর্সা,
আকাশ জুড়ে সাদা মেঘ
কেটে গেছে বর্ষা।
বর্ষা শেষে শরৎ এলো
হাসে কাশফুল,
শিউলি বকুল সুবাস ছড়ায়
নেই যে তার তুল।

ঘুড়ি
কামরুল আলম

ঘুড়িরে তুই কার আকাশে উড়িস
কার বাতাসে হরহামেশা ঘুরিস?
ঘুড়িরে তোর নাটাই ছেড়ে দিলে
হারিয়ে যাবি হয়তো বা তুই
নীল আকাশের নীলে।

ও ঘুড়ি, ও ছোট্ট বেলার সাথী
তোকে নিয়ে কতোই হাতাহাতি-
হতো বন্ধুরা সব মিলে
আজকে যে তুই হারিয়ে গেছিস
নীল আকাশের নীলে।

ঘুড়িরে তুই ছাদের ওপর থাকিস
উপর দিকে তাকিয়ে কারে ডাকিস?
হাঁপিয়ে উঠিস, হলেই সুতো ঢিলে
ও ঘুড়ি তুই হারিয়ে যাবি?
নীল আকাশের নীলে!

 

রঙিন ঘুড়ি
আব্দুল হাকিম

সুতোর মাথায় রঙিন ঘুড়ি
আকাশেতে উড়ছে
মনের সুখে ইচ্ছে মত
মেঘের বহর ফুঁড়ছে।

পাখির সাথে পাল্লা দিয়ে
গাইছে ঘুড়ি গান যে
করছে যত সুতো ঢিলে
ধরছে ততই টান যে।

হাওয়ার সাথে সঙ্গ দিয়ে
এদিক ওদিক দুলছে
নাটাই হাতে কে দাঁড়িয়ে
সেই কথা কি ভুলছে?

বেলা গেলেই সুতোর মাথা
মালিক টেনে ধরবে
তিড়িং বিড়িং থেমে গিয়ে
ঘুড়ি নেমেই পড়বে।

থাকতে সময় করতে কামাই
তোমার পথের ঝুলি
ঘুমের মাঝে আর থেকো না
রবের কথা ভুলি।

জীবনটা যে ঘুড়ির মতই
চিন্তা কি তা করছি?
শুধু মিছে ভুলের স্বপ্নে
পাপের বোঝা ভরছি।

 

স্বপ্ন দেখি
আশরাফ আল দীন

স্বপ্ন দেখি বড় কিছু করার,
দেশটাকে খুব গড়ার;
সম্পদ আর শিক্ষা দিয়ে
জ্ঞানের নানা শাখায় গিয়ে
বিশ্বজোড়া সুনাম নিয়ে
লাল-সবুজের পতাকাকে
খুব উঁচিয়ে ধরার।
দেশটাকে খুব গড়ার;
স্বপ্ন দেখি বড় কিছু করার।

স্বপ্ন দেখি ভালো কিছু করার,
ভালো জীবন গড়ার
হাত বাড়িয়ে চন্দ্রটাকে ধরার;
বিজ্ঞান আর উন্নতিতে
আরো অনেক দূর এগোতে
উপলব্ধির শিখর ছুঁতে
দিগি¦দিকে ছুটে যেতে
ধন্য বসুন্ধরার।
ভালো জীবন গড়ার,
স্বপ্ন দেখি ভালো কিছু করার।

SHARE

Leave a Reply