সুন্দরবন
ফকির আব্দুল্লাহ আল ইসলাম
তোমার কাছে যাবো ছুটে বসে নাকো মন
পশু-পাখি ফুল-ফলেতে ভরা সুন্দরবন।
পাখিগুলো হৃদয় কাড়া করে কলরব
তোমার কাছে যা-ই আছে সুন্দর লাগে সব।
হরিণীরা মুক্ত ঘাসে লাগিয়ে আছে মুখ
বাঘ মামার হুঙ্কারে কেঁপে ওঠে বুক।
বানর-বানরী সর্বক্ষণই করে চেঁচামেচি
ঝাঁকে-ঝাঁকে ওড়ে আহা দারুণ মৌমাছি।
বনের মাঝে লুকিয়ে আছে কত রকম খেলা
ইচ্ছা করে ভাসিয়ে দেই জীবন তরীর ভেলা।
স্বাধীন দেশ
সাদিয়া আফরিন
যুদ্ধ করা স্বাধীন দেশ
খুবই ভালোবাসি
ঝাঁকড়া গাছের ছায়ায় বসে
বাজায় রাখাল বাঁশি।
ভালো লাগে মানুষজাতি
পরিশ্রমী চাষি
ভালো লাগে দোল খাওয়া
সরষে ফুলের হাসি।
প্রতিবেশী
দীদার মাহদী
তোমার আমার সবার ওপর
প্রতিবেশীর হক আছে,
এই পৃথিবীর সবার মতো
তাদেরও তো শখ আছে?
তুমি খেলে উদর ভরে
কিন্তু তারা ভুখ আছে,
মনে রেখো কাজটা খারাপ
ভবিষ্যতে দুঃখ আছে?