শব্দধাঁধা
পাশাপাশি : ১. যা দিয়ে লেখা হয় ৫. খেলার সামগ্রী ৬. যেখানে বাঘ, ভল্লুক ও অন্যান্য প্রাণী থাকে ৭. মাঘ মাসে দেখা যায় ৮. সর্বশ্রেষ্ঠ ধর্ম ১১. বোকার অপর নাম।
উপর-নিচ : ২. যা খাবারে ব্যবহৃত হয় ৩. যা মানুষ শরীর থেকে ত্যাগ করে ৪. যা দিয়ে কাঠ কাটা হয় ৬. একটি ফলের নাম ৯. একটি আরবি অক্ষরের নাম ১০. নেশার বস্তু।
যাদের সমাধান সঠিক হয়েছে
গতবারের সংখ্যায় মুদ্রণজনিত কারণে শব্দধাঁধা ভুল থাকায় কোন বন্ধু উত্তর পাঠাতে পারেনি। তাই আমরা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের ভাই ও বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে আর ভুল না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখা হবে ইনশাআল্লাহ।
(বি: দ্র: যদি তোমাদের শব্দধাঁধা সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে পাঠাতে পার আমাদের ঠিকানায়। পরবর্তী সংখ্যায় তোমাদের নাম-ঠিকানাসহ শব্দধাঁধা ছাপা হবে।)