Home নিয়মিত অনুশীলন অনুশীলন অনুশীলন

অনুশীলন অনুশীলন

প্রাণপ্রিয় বন্ধুরা
সালাম ও শুভেচ্ছা নাও।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এবারও তোমাদের বেশ কম লেখা পেয়েছি। সম্ভবত নানা ধরনের ব্যস্ততার কারণে লিখতে পারোনি।
তবে এমনটি যেন আর না হয়। তোমাদের কাছ থেকে অনেক বেশি বেশি লেখা পাওয়ার আশা করি।
আজ এ পর্যন্তই! আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচানলক ভাইয়া
আরও যাদের লেখা ভালো হয়েছে-
মো: শিহাব উদ্দিন, ভালুকা, ময়মনসিংহ; আসিফ ইফতেখার, পাইয়ুব, মুরাদনগর, কুমিল্লা; মুহা: হুজ্জাতুল্লাহ, উত্তর বেদকাশী, খেশ সরদার পাড়া, কয়রা, খুলনা; মতিউর রহমান, কারামাতিয়া কামিল মাদরাসা, সোনাপুর, নোয়াখালী; ইসলামুল হক তুষার, বাঁশখালী, চট্টগ্রাম; শরফুদ্দীন আহম্মেদ সৌরভ, মতিঝিল, ঢাকা; জুবায়ের হোসাইন,  পোড়াবাড়ি, সাভার; একরামুল কবির, দাউদকান্দি, কুমিল্লা; মো: শরীফ, কাউয়ারটেক, মনপুরা, ভোলা; মিশকাতুল জান্নাত মিশু, লোহাগাড়া, চট্টগ্রাম; আমিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা; মাহমুদুল হাসান, ধামতী কামিল মাদরাসা, কুমিল্লা; আবদুল কাদের, মুরাদনগর, মধ্যপাড়া, কুমিল্লা; এম এস হুসাইন, জিরাব, সাভার, ঢাকা; চৌধুরী আয়মন বিনতে আজিজ, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চবিদ্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম; ময়নুল ইসলাম, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ; মতিউর রহমান, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসা, সোনাপুর, নোয়াখালী; আব্দুর রহিম (রনি), গ্রাম, বৈঁচিতলা, মহেশপুর, ঝিনাইদহ; মেসবাহ কামাল, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ; মো: আব্দুল কাদের, মুরাদনগর মধ্যপাড়া, কুমিল্লা; মো: আল-ছাব্বির, সারিয়াকান্দী সদর, বগুড়া; সাদিয়া সুলতানা, বগুড়া; মো: ইয়াহিয়া হোসাইন, সোনাডাঙ্গা, খুলনা; মতিউর রহমান, সোনাপুর, নোয়াখালী; সেলিম মিয়া, ভিটিপাড়া, কাপাসিয়া, গাজীপুর।

SHARE

Leave a Reply