Home নিয়মিত বলতে পারো বলতে পারো

বলতে পারো

জুন ২০১৫ মাসের প্রশ্নের সঠিক জবাব
১. ১৯৫৫ সালে ২. হজরত ইবরাহিম আ: ৩. উইকিপিডিয়া ৪. বায়তুল মুকাদ্দাস ৫. বর্ষা ঋতু ৬. ৩২টি ৭. মক্কায় ৮. মুরতাদ বলে ৯. বার্মা ১০. শেখ সা’দী রহ:।

আগস্ট ২০১৫ মাসের প্রশ্ন

১.    বিশ্বে ইন্টারনেট চালু হয় কত সালে?
২.    জ্যোতিষীর কথা বিশ্বাস করা কী?
৩.    কোন নবী দুনিয়াতে আবার আসবেন?
৪.    প্রধান হাদিস গ্রন্থ কয়খানা?
৫.    রেশম পোকার প্রধান খাবার কোন গাছের পাতা?
৬.    কবি ফররুখ আহমদ কত সালে জন্মগ্রহণ করেন?
৭.    তিন রাকাত ফরজ পড়তে হয় কোন সালাতে?
৮.    আরাফাত ময়দান কোন দেশে অবস্থিত?
৯.    কোন ছোট সূরায় আল্লাহর পূর্ণ পরিচয় মেলে?
১০.    রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

জুন ২০১৫ মাসের
সঠিক জবাবদাতা
ঢাকা : ফাহাদ খান, গুলশান, বারিধারা; মো: ফাহিম মোর্শেদ, ঐ; সানজিদা আক্তার ফারিয়া, ঐ।
কুমিল্লা : মো: শরিফুল ইসলাম, বুড়িচং; মো: মাহবুবুর রহমান, ঐ; মো: শরীফুল ইসলাম, ঐ; মো: শাহরিয়ার হোসেন শিহাব, ঐ; মো: সজল, ঐ; মো: আইউব আলী, ঐ; মো: জাহিদ হাসান রিমন, ঐ; আবু নোমান খন্দকার, ঐ; মো: মেহেদী হাসান সুমন, ঐ; আব্দুল্লাহ আল সজল, ঐ; মো: আল হেলাল, দাউদকান্দি।
খুলনা : নাইমা আবদুল্লাহ সদর, আব্দুল্লাহ আল বাহার,  ঐ; ফাহিম হোসেন, ঐ।
জামালপুর : হুমায়ুন কবির, মাদারগঞ্জ, জামালপুর; শরিফুল ইসলাম মিলন, ঐ; সুজন মিয়া, ঐ; তারেক মাহমুদ, ঐ; শোয়াইব হাসান তন্ময়, মনিরাজপুর, ঐ; সিফাতুর রহমান, কাচারি পাড়া, ঐ; মোজাহিদুল ইসলাম, ঐ; রায়হান রিয়াদ, ঐ; কাসিউল আবরার, ঐ; আহম্মদ ফুয়াদ, ঐ; মুস্তাইন বিল্লাহ, সর্দার পাড়া, ঐ; শোয়াইব, ঐ; ওবাইদুল্লাহ সাজু, শেখের ভিটা, ঐ; রবিউল, ঐ; সাব্বির হোসেন, ঐ; জোবায়ের হোসেন, ঐ; সাঈদ আহম্মদ নিরব, ঐ; অন্তর মিয়া, যোগির খোপা, ঐ; সানা উল্লাহ, চন্দ্রা, ঐ; নাজমুল হুদা রিফাত, ঐ; সাজিদ-উর রব, ঐ; শরিফুল ইসলাম, ঐ; তারিফ মিয়া, ঐ; আরিফুল ইসলাম, ঐ; মো: আতিকুর রহমান দেওয়ান গঞ্জ, ঐ; আবু তালহা, ঐ; আল আমিন, ঐ।
পঞ্চগড় : মো: মনিরুজ্জামান, সদর; নুর জামাল ইসলাম হাসান, ঐ; রওশনারা আক্তার, ঐ; নওশের আলী, ঐ; নওশেদ আলী, ঐ; হাবিব ইসলাম; ঐ; শারমিন আক্তার,ঐ; ফাতেমা আক্তার, ঐ; রাকিব আলী, ঐ; রাহিমুল, ঐ; জেসমীন আক্তার, ঐ; লাবু হোসেন, ঐ।

এ মাসের পুরস্কার পেলো যারা
১.    আব্দুল্লাহ আল বাহার, সদর, খুলনা
২.    মু: হাবিব ইসলাম, সদর, পঞ্চগড়
৩.    রবিউল ইসলাম
সদর, জামালপুর

SHARE

3 COMMENTS

  1. ১. 1969 সালে
    ২. হারাম
    ৩. ঈসা (আ:)
    ৪. ৪ খানা
    ৫. ১৯৯৮
    ৬. তুতের পাতা
    ৬. মাগরিব
    ৮. সৌদি আরব
    ৯. সূরা এখলাস
    ১০. ভিটামিন এ এর অভাবে
    ৭.

Leave a Reply