Home ছড়া-কবিতা কবি ফররুখ -তারিকুল ইসলাম

কবি ফররুখ -তারিকুল ইসলাম

আলো ঝরা রেখা তার
মায়াময় মুখ
আমাদের প্রিয় তিনি
কবি ফররুখ।

সাত সাগরের মাঝি
হয়ে তার সুখ
হরফের ছড়া ফোটে
শিশুদের মুখ।

মা-মাটি ভালবেসে
লেখা তার গান
জাগরণে ফররুখ
আজও অম্লান।

 

বৃষ্টি এলে
এম এস সাকিব

মেঘের ভেলা করে খেলা
দূর আকাশে সন্ধ্যাবেলা
গুনছি তাই প্রহর সবে
বৃষ্টি এলে ভিজব তবে

গুড়–ম গুড়–ম আওয়াজ নিয়ে
বাজ আসে ভয় পাইয়ে
দৌড়ে গিয়ে মায়ের কোলে
বাঁচি শেষে মুখ লুকিয়ে।

SHARE

Leave a Reply