আমাদের প্রিয় মাটি রাগে অনুরাগে
পাখিদের গানে গানে প্রতিদিন জাগে।
ফসলের সমারোহ দেয় মনে দোলা
স্বপ্নের প্রিয় সিঁড়ি ফসলের গোলা।
আমাদের এই মাটি গিরি নদী বন
আলোকিত অনুরাগ ছুঁয়ে যায় মন।
ভোরের সুরুজ খোলে দৃষ্টির সীমা
জোছনার চাঁদ মনে আঁকে মধুরিমা
আমাদের প্রিয় দেশ শ্রাবণ আকাশ
বৃষ্টির শেষে উড়ে শরতের কাশ।
হেমন্তের প্রিয় রঙ আঁকা ধান শিষে
কোকিলের কুহুতান ফাগুনের দিশে।
আমাদের এই দেশের কবিতার মন
জীবন জসীম রবি রূপের ভুবন
প্রিয় কবি নজরুল কবিতা ও গানে
যার গানে প্রতিভাত স্বাধীনতা মানে।