জয়নুল আবেদীন আজাদ#
রাত পোহালেই ভোর হবে যে
অনেক রঙিন ভোর,
ঈদের আকাশ হাসছে দেখ
দাও খুলে দাও দোর।
রমজানেরই রোজার শেষে
মন হয়ে যায় ভালো,
দূর হয়ে যায় সকল আঁধার
হৃদয় জুড়ে আলো।
সাত সকালে পাখিরা সব
গান ধরেছে গান,
প্রজাপতির রঙিন পাখায়
এলো খুশির বান।
ঈদ-জামাতের ডাক এলো যে
চলো মাঠে ভাই,
ঈদের খুশির পরাগ মেখে
ঈদগাহেতে যাই।
মাশাআল্লাহ। ভাল হয়েছে।