Home ছড়া-কবিতা সিজদা

সিজদা

আল মাহমুদ#
কোথায় ছিলাম, কোথায় এলাম, ভাবতে পারো!
ভাববে কেন? কূল নাই তো রাস্তা ছাড়ো
কিংবা বদল করো তোমার পথের দিশা
দু’চোখ খুলে দেখ সামনে অমানিশা

কালো আঁধার বহু ধাঁধার দ্যায় সমাধান
হঠাৎ শোন কান পেতে ওই ভোরের আজান
খোদার নামটি দিগদিগন্তে যায় ছড়িয়ে
তোমার গায়ে ধাক্কা দিয়ে যায় গড়িয়ে

উবুড় হয়ে বলো, প্রভু তোমায় ডাকি
আমি তোমায় সিজদা করি, ভোরের পাখি
যায় উড়ে যায় কোন সীমানায় কে জানে আর
কেবল ওড়ার তুফান ছোটে পাখির ডানার

উড়ছে সবই ঘুরছে সবই যে যার মতো
এই তো দেখ বুকে আমার একটি ক্ষত
সেই আঘাতের ছিদ্র পথের রন্ধ্র বেয়ে
বেরিয়ে আসে আত্মা আমার, রাস্তা পেয়ে

আমার আয়ু দাও বাড়িয়ে ওগো মালিক
তোমার হাতেই সব সমাধান, ঐন্দ্রজালিক!

SHARE

Leave a Reply