Home নিয়মিত আমাদের কথা ঈদ মুবারক

ঈদ মুবারক

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।

তোমরা আমাদের গুচ্ছ গুচ্ছ ফুলেল শুভেচ্ছাসহ ঈদুল ফিতরের প্রাণ নিংড়ানো শুভাশিস গ্রহণ করো।
আশা করি সবাই ভালো আছ এবং কাক্সিক্ষত ঈদের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো! সেটাইতো স্বাভাবিক!
তোমাদের প্রতি জানাচ্ছি আমাদের পক্ষ থেকেÑঈদ মুবারক!

এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এলো খুশির সওগাত নিয়ে ঈদুল ফিতর। এই ঈদ হোক আমাদের জন্য এক অনাবিল খুশি ও আনন্দের সোপান। ঈদের দিনে আমরা যেমন সকলেই এক হয়ে যাই, ঈদের সেই শিক্ষা ও আমেজ আমাদের মাঝে যেন সারা বছরই বিরাজ করে। সেটাই একান্ত কাম্য।

আজকের এই ঈদের খুশি থেকে আমাদের চার পাশের কোনো বন্ধুই যেন বঞ্চিত না থাকে, সেই দিকে খুব বেশি করে খেয়াল রাখতে হবে। আর গোটা রমজানের যে শিক্ষা ছিলÑ সেই শিক্ষার বাস্তবায়ন যেন আমাদের জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে ঘটে, সেই দিকে অনেক বেশি করে মনোযোগী হতে হবে।
ঈদ বয়ে আনুক সবার জীবনে খুশির জোয়ার। ঈদ হয়ে উঠুক আমাদের জন্য ভালোবাসার মিলনমেলা।
মহান রবের কাছে আজকের দিনে আমাদের এটাই একান্ত কামনা।  তোমরা সকলেই ভালো থাক, সুস্থ ও সুন্দর থাক।
আজ এ পর্যন্তই!

আবারো ঈদ মুবারক ওয়াস সালাম।
আল্লাহ হাফিজ। হ

SHARE

Leave a Reply