Home ছড়া-কবিতা হায় পলাশী

হায় পলাশী

জাকির আবু জাফর #

হায় পলাশী তোমার কথা ভুলবো কেমন করে
আজো তুমি দাঁড়িয়ে আছ আমার দরজা ধরে
যখন তখন দরজা ভাঙার ইচ্ছে কর তুমি
কেমন করে ঘুমায় বলো আমার মাতৃভূমি

কেমন করে ভবিষ্যতের স্বপ্ন আঁকি বলো
স্বপ্ন এখন কান্না ভরা অশ্রু টলোমলো
সম্ভাবনার সকল দুয়ার রুদ্ধ যদি হয়
কেউ দেবে না সাদা কালোর আসল পরিচয়

নিজ পরিচয় ভুলে গেলে আর কি থাকে শেষ
সত্য কথন সব ইতিহাস হবে নিরুদ্দেশ
সাহস যখন ঘুমিয়ে পড়ে সত্য ভুলে যায়
মীরজাফরের ছানাপোনা তখন খলবলায়

মীরজাফরের জন্য ঘৃণা আর অপমান যত
সকল কালের মানুষ তাকে দেবে অবিরত
তার পক্ষে থাকবে যারা তারাও ঘৃণা পাবে
তারাও ঠিকই ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে

ইতিহাসের পৃষ্ঠাগুলো আমার হাতে খোলা
এই যে জাতি আমার জাতি ভীষণ আত্মভোলা
আত্মভুলের শেকল পরা এই জাতিকে জানি
খুব সহজে ভোলে এরা এদের অপমানি

SHARE

Leave a Reply