Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সামনে জুলাই মাসের সংখ্যাই ঈদসংখ্যা। সংখ্যাটি সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছ তো! এ সংখ্যায় একটি নতুন কবিতার অংশবিশেষ দেয়া হলো। বাকি অংশটি লিখে সম্পূর্ণ নাম-ঠিকানাসহ দ্রুত পাঠিয়ে দাও। এবার তোমাদের বেশ কিছু লেখা পেয়েছি। এ জন্য আন্তরিক ধন্যবাদ। আরও বেশি বেশি লেখা পাঠাও। আজ এ পর্যন্তই! আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া

জুন ২০১৫ মাসের ছড়া
“ঘাম ঝরে দরদর
ভাদ্রের গরমে
শ্রমিকের শরীরে
ক্লান্তিটা চরমে।”

এপ্রিল ২০১৫ মাসের ছড়া
“বাঁশবাগানের তলে
মিটির মিটির কী যে জ্বলে,
পুকুর পাড়ে পিদিম জ্বালে কে?
জোনাক পোকা যে!”

রাত দুপুরে পিটপিট
জ্বলে নেভে মিটমিট
এদিক ওদিক জ্বালায় নিভায় কে?
জোনাক পোকা যে।
জ্বলে নেভে আর চলে
ফিস ফিসিয়ে কথা বলে
আজ মোদের খুশির জোয়ার রে,
আমরা জ্বোনাক পোকা যে!

ইশতিয়াক আহমদ শামীম
ত্রিশাল, ময়মনসিংহ

আরও যাদের লেখা ভালো হয়েছেÑ
মো: নাদিম, চট্টগ্রাম; ফকির হুমায়ুন কবির, বানারীপাড়া, বরিশাল; মো: মুমিনূর রহমান (সাকিব), চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়; নিয়ামতুল্লাহ ফারুকী, জয়পুরহাট সদর, জয়পুরহাট; বায়েজীদ বোস্তামী, রাজশাহী; মোল্লা আল আমিন, মোরেলগঞ্জ, বাগেরহাট; মেসবাহ কামাল, ইবনে তাইমিয়া স্কুল, কুমিল্লা; জুবায়ের হোসাইন, পোড়াবাড়ি সাভার; একরামুল কবির, দাউদকান্দি, কুমিল্লা; মো: শরীফ, কাউয়ারটেক, মনপুরা, ভোলা; মিশকাতুল জান্নাত মিশু, লোহাগাড়া, চট্টগ্রাম; আমিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা; মাহমুদুল হাসান, ধামতী কামিল মাদরাসা, কুমিল্লা; আবদুল কাদের, মুরাদনগর, মধ্যপাড়া, কুমিল্লা; এম এস হুসাইন, জিরাব, সাভার, ঢাকা; চৌধুরী আয়মন বিনতে আজিজ, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চবিদ্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম; ময়নুল ইসলাম, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ; মো: ইয়াহিয়া হোসাইন, সোনাডাঙ্গা, খুলনা; মতিউর রহমান, সোনাপুর, নোয়াখালী; সেলিম মিয়া, ভিটিপাড়া, কাপাসিয়া, গাজীপুর; মুহা: হুজ্জাতুল্লাহ, উত্তর বেদকাশী, খেশ সরদার পাড়া, কয়রা, খুলনা; মতিউর রহমান, কারামাতিয়া কামিল মাদরাসা, সোনাপুর, নোয়াখালী; ইসলামুল হক তুষার, বাঁশখালী, চট্টগ্রাম।

SHARE

Leave a Reply