দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
তনভীর : আচ্ছা বন্ধু, আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন আগে আলো দেখা যায় পরে শুনতে পাই কেন?
ইনসান : আরে বোকা এ তো সহজ!
তানভীর : সহজ মানে-
ইনসান : আরে কান থেকে চোখ আগে থাকে, তাই আগে দেখা যায় পরে শোনা যায়।
সংগ্রহে : ইনসান
নতুনহাট, যশোর
দুই পিচ্চির কথোপকথন…
প্রথম জন : জানিস, কাল রাতে স্বপ্নে দেখি, আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি এবং এক বাসায় আগুন নেভাচ্ছি !!!
দ্বিতীয় জন : দারুণ তো! তারপর কী হলো দোস্ত?
প্রথম জন : কী আর হবে, ঘুম থেকে উঠে দেখি কাম শেষ!!
দ্বিতীয় জন : কেন রে, কী হয়েছিল?
প্রথম জন : আর বলিস না, দেখি …বিছানা ভাসাইয়া দিছি!!
সংগ্রহে : মো: মুহিত আহমদ
জালালাবাদ কলেজ, সিলেট
স্যার অঙ্কের ক্লাস করাচ্ছেনÑ
৩০ মিনিট অতিবাহিত হয়ে গেছে, এমন সময় একটি ছাত্র এসে বললো,
গধু ও পড়সব রহ ঝরৎ?
তখন স্যার বললেন হড়।
তখন ছাত্র আবার বলল,
গধু ও পড়সব রহ ঝরৎ?
স্যার বললেন হড়।
তখন ছাত্রটি ক্লাসে ঢুকে পড়ল। স্যার বললেন, তুমি অনুমতি ছাড়া ঢুকলে কেন?
তখন ছাত্র বললো, স্যার মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে হড় এবং হড় = ুবং হয় তাই ঢুকে পড়েছি।
সংগ্রহে : আদনান মাহমুদ তামিম
গোলাপগঞ্জ, সিলেট
কর্মচারী : হুজুর দুধের গামলায় একটা ইঁদুর পড়েছে।
মালিক : হায় হায় কী বলছিস, তাড়াতাড়ি ওটাকে সরানোর ব্যবস্থা কর।
কর্মচারী : আপনি চিন্তা করবেন না, আমি দুধের ভেতর বিড়াল ছেড়ে দিয়েছি। সেটিই ইঁদুরের ব্যবস্থা করবে!
সংগ্রহে : শাহরিয়ার তামিম সৌরভ
দারুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম
অনেক দিন পর দুই বন্ধুর দেখা…
প্রথম বন্ধু : তোকে অনেক চিন্তিত মনে হচ্ছে, তোর মন খারাপ কেন?
দ্বিতীয় বন্ধু : আর বলিস না একজনকে প্লাস্টিক সার্জারি করার জন্য দুই লাখ টাকা ধার দিয়েছিলাম। কিন্তু এখন তার চেহারাটাই চিনতে পারছি না।
সংগ্রহে : মো: আবু নাঈম
হাড়িভাসা, পঞ্চগড়
একজন নেতা মঞ্চে ভাষণে বলছেন, ‘আমি আগামী মাস থেকে যৌতুকবিরোধী আন্দোলনে নামবো।’
শুনে সকলে বললো, খুব ভালো কথা। এর মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, ‘আচ্ছা ভাই আগামী মাস থেকে কেন? এ মাস থেকে শুরু করলে হয় না।’
নেতা বললেন, ‘এ মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে। এ দু’টি বিয়ে নিয়ে খুব ব্যস্ত থাকবো তো!
সংগ্রহে : হাসান মাহমুদ
বুড়িচং, কুমিল্লা
Ami…agame manth thaka otro pepare likhta cai!
মা ও ছেলে কথা হচ্ছে :-
ছেলে: রান্না ঘর থেকে
মা এত মাংস কার ?
মা: অন্য ঘর থেকে
বাবা সবটুকু তোমারই ।
ছেলে: কি মাত্র এই টুকু । বেশি রাখনি কেন ?
শুভ শেখ , বড়বাড়ী ,লালমনিরহাট
nice all story
Very nice
nice
fumny golpo dile valo hoto
hahaha
super jokes
carry on…..
how to post my jokes in kishorkantha via email…. I want to send my joke…..