সাজজাদ হোসাইন খান#
কি নিয়ে যে কাব্য করি
নাব্য করি নদী
মাথায় শুধু ভাবের পাখি
উড়ছে নিরবধি।
বাঁশের পাতা মেঘের ছাতা
সবুজ ঘেরা গাঁও
হঠাৎ দেখি চোখের ভিতর
পালতোলা এক নাও।
আকাশ ফাটা বাতাস ঘুরে
উধাও মেঘের চুল
এই মেঘেতে হাসছে বসে
লক্ষ তারার ফুল।
লক্ষ তারার কক্ষে ঘুমায়
ফুলপরীদের রাণী
রক্তজবার শক্ত বোঁটায়
অবাক কানাকানি।
যোজন মাঠে হলদে হিরণ
কিরণধোয়া পাতা
সেই কিরণে হাঁটছে আমার
পদ্য লেখার খাতা।
আকাশ মাটি মানুষ নিয়ে
কাব্য করি রোজ
প্রজাপতির উড়াল পাখায়
করবে তাহার খোঁজ।