আবুল হোসেন আজাদ #
আমাদের সকলের কবি কাজী নজরুল
তিনি দুই বাংলার কবিতার বুলবুল।
তাঁর ছড়া কবিতায় আছে কত কি যে যাদু
যত পড়ি মজা ততো লিচু চোর খাঁদু দাদু।
ভোর হলো দোর খোল আরো আছে ঝিঙেফুল
তাঁর ছড়া নদী হয়ে বয়ে যায় কূল কূল।
তিনি কবি মজুরের নিপীড়িত জনতার
তিনি যে জনক বিদ্রোহী কবিতার।
সুরে সুরে মন দোলে শুনি যত তাঁর গান
সঙ্গীতেও তাঁর আছে অফুরান অবদান।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল
তিনি ফুল বাগিচার সুরভিত ফোটা ফুল।