Home ছড়া-কবিতা মধুমাস

মধুমাস

আবদুল ওহাব আজাদ #

গাছে পাকা আম ঝোলে
লিচু থরে থরে
ফলের সুবাস বয়
প্রতি ঘরে ঘরে।
ডেগো ফল তুলতুল
হয়ে আছে নিচু
কালো জাম সাদা জাম
আরও কতো কিছু।
কাঁঠাল পাকার আজ
ভুর ভুর গন্ধ
গাছে দোলে খেজুর ফল
সেতো নয় মন্দ
পাকা ফলে ভরা এই
কিসে মধুমাস!
জ্যৈষ্ঠে উঁকি দেয়
কচি তালশাঁস।
জল ভেজা ফল ছুঁয়ে
বৃষ্টির ধারা বয়
স্বপ্নের দেশ যেন
আহা মধুময়!

SHARE

Leave a Reply