Home ছড়া-কবিতা ধান শালিকের দেশ

ধান শালিকের দেশ

আল জাবিরী #

আমার দেশে নদীর বুকে পাল উড়ানো নাও
সবুজ ঘেরা ফসল ভরা কি অপরূপ গাঁও।
আমার দেশ ধানের শিষে শিশির ভেজা ঘাসে
সাতসকালে শিশির কণা মুক্ত হয়ে হাসে।
আমার দেশে বন বনানী হাজার ফুলের ঘ্রাণ
কদম কেয়া হাসনাহেনার গন্ধে বিভোর প্রাণ
আমার দেশে কোকিল শোনায় কুহু কুহু গান
মাঠে দোলে হাওয়ার তালে পাকা আমন ধান
আমার এ দেশ  স্নেহ মায়া মমতায় উন্মুখ
গাছগাছালি  স্নিগ্ধ ছায়ায় লতিয়ে ওঠে সুখ
আমার দেশের চৈত্র দুপুর রাখাল বাজায় বাঁশি
সন্ধ্যা হলে বাড়ি ফেরে ক্লান্ত গাঁয়ের চাষি
আমার দেশে প্রভাতবেলায় ডাকে যখন পাখি
ঠিক তখনি গাঁয়ের মানুষ খোলে তাদের আঁখি।

SHARE

Leave a Reply