আমিরুল ইসলাম #
আম পেকেছে, জাম পেকেছে
আর পেকেছে কাঁঠাল
চালতা ফুটি বাঙ্গি লিচু
জ্যৈষ্ঠ মাসের তাল।
আমলকী আমড়া আনার
ডাগর গোলাপজাম
ফজলি ল্যাংড়া হাঁড়িভাঙা
হরেক রকম আম।
তাল তরমুজ জাম জামরুল
আরও কত ফল
লটকনের নাম শুনলে কেবল
জিভে আসে জল।
ফলের বাহার পাতার বাহার
আনলো মধুমাস
এত ফলে আমদানি তাও
দাম হালো না হ্রাস।
new post cai