Home তোমাদের কবিতা মামার বাড়ি

মামার বাড়ি

মিনহাজুল ইসলাম #

গ্রীষ্ম এলে মামার বাড়ি
বড় মনে পড়ে
গাছে পাকা আমের ঝুটা
আমার নজর কাড়ে।
ঝড়টা  এলে দাপুর-দুপুর
পড়ে পাকা আম
ঝরে ঝরে আরও পড়ে
কত কালো জাম
গ্রীষ্ম এলে আমার দেশে
আম-কাঁঠালের ছুটিতে
ফিরে সবাই আপন বাড়ি
নিজের ভিটা মাটিতে।

SHARE

1 COMMENT

  1. কবিতাটি পড়ে বেশ ভাল লাগলো,শুভ কামনা রইলো, তবে এই নামে জসীম উদ্দিনের কবিতা আছে।

Leave a Reply