আলাউদ্দিন মজুমদার #
হে তরুণ… তুমি গর্জে ওঠো
ভাষা আন্দোলনের মতো
অন্যায়ের বিরুদ্ধে কখনো তুমি
করবে না মাথা নত।
হে তরুণ… তুমি গর্জে ওঠো
গণ-অভ্যুত্থানের মতো
দূর কর এ সমাজ থেকে
অন্যায় অবিচার আছে যত।
হে তরুণ… তুমি গর্জে ওঠো
মুক্তিযুদ্ধের মতো
ন্যায্য অধিকার আদায় কর
তুমি নির্ভীক যোদ্ধার মত।
অনেক অনেক শুভকামনা,কবিতার প্রতিটা লাইনই ভালো লাগলো।