Home তোমাদের কবিতা ষড় ঋতুর দেশ

ষড় ঋতুর দেশ

আরমান বিন আবছার #

ষড়ঋতুর দেশে
গ্রীষ্ম প্রথম আসে
গরম মোদের শোষে
বৃৃষ্টি মাঝে বর্ষে।
গগনে মেঘ ভাসে
বর্ষা আবার আসে
পানিতে গ্রাম ভাসে
কৃষক জমিতে চাষে
হেমন্তের মধুর ডাকে
ফসল ঘরে আসে,
কৃষক তখন হাসে
ব্যস্ত সময়ে কাটে।

SHARE

Leave a Reply