Home তোমাদের কবিতা ফাগুন

ফাগুন

শাহ আলম শেখ শান্ত

ফাগুন গায় মধুর গান
উঠছে দুলে আমার প্রাণ
পুকুর জলে করতে স্নান
রঙ লেগেছে মনে

বাংলার রূপ পাল্টে যায়
নাচছে দেখুন নূপুর পায়
গাছের ডালে কোকিল গায়
রঙ সেজেছে বনে।
অলির মেলা ফুলে ফুলে
নাচছে বেশ দূরে দূরে
মন কেড়ে নেয় মন
কবির মন নেচে ওঠে
কলম দিয়ে ছন্দ ফোটে
মুগ্ধপাঠক গণ।

SHARE

Leave a Reply