আ শ ম. বাবর আলী #
এলো আজ বৈশাখ-নতুনের দূত,
আকাশটা কালো মেঘে সাজে অদ্ভুত।
ওই মেঘ ডেকে বলে এই ধরাটাকে,
তব শুভ কল্যাণে দেব আপনাকে।
ঝড়ে দেব উড়িয়ে যেসব জঞ্জাল,
পানি দিয়ে ধুয়ে দেব মাঠ-পথ-খাল।
বুক চিরে আলো দেব পৃথিবীর বুকে,
গর্জনে শত্রুকে দেব আমি রুখে।
আমায় দেখে তোমরা কেন করো ভয়?
অশুভের বিরুদ্ধে আমি দুর্জয়।
বিগত বছরের ভুলে যাও শোক,
নতুনের যাত্রা কল্যাণ হোক।