কুতুব উদ্দিন আমির
বৈশাখ মাস আসলে শুনি
ঝড় ওঠে
থাকি ভাঙা ঘর বাড়িতে
ডর ওঠে।
শুনি আবার বৈশাখীতে
মেলা হয়
হরেক রকম সাজ সাজিয়ে
খেলা হয়।
এসব দেখে এসব শুনে
হয় যে সখ্
সখ্ মেটানোর নাইতো টাকা
ব্যাংক স্টক।
নতুন বছর যতই আসুক
এই মনে
স্বপ্নতো নেই আমার মনের
এই কোণে।