Home ছড়া-কবিতা বৈশাখীর গান

বৈশাখীর গান

মাহফুজ বিল্লাহ শাহী #

বৈশাখীতে পানতা ইলিশ খাই আয়
পায়জামা পাঞ্জাবি পরে চল যাই
কৃষক রাখাল সাজি লাঙল কাঁধে
বধূয়া বর সাজি পালকিতে
হই হুল্লোড় চারিদিকে-
আয় আয় বৈশাখ আয় আয়।
ঠাঁই ঠাঁই ঠাঁই হালে গরুর গাড়ি চলে
বাংলাদেশের গাঁয়ে রাখালিয়া সুর
বৈঠার তালে নৌকার পালে
মাঝির গলে ভাটিয়ালি সুর
এমন মধুর দিনে তোরা
আয় আয় তোরা আয় আয় ॥

শন শন শন শনে বৈশাখী ঝড় আনে
আম্রকাননে আম কুড়ানোর দিন
বৈশাখী দিনে সন্ধ্যা লগনে
আঁধার গগনে শঙ্কার বীণ
এমন সময় ঘরে ফিরে
আয় আয় তোরা আয় আয় ॥

SHARE

Leave a Reply