আবু বকর মুহাম্মদ সালেহ #
পাতা ঝরে আবার ধরে গাছ-গাছালির ঐশাখে
মান অপমান হয় অবসান নতুন করে বৈশাখে।
নতুন দিনে লইবো চিনে মনের আলো জ্যোতির্ময়
মানবো না তো আনবো না তো জীর্ণ মলিন অবক্ষয়।
আসলে উড়ে বসলে জুড়ে পাতালপুরীর অন্ধকার
মুন্ডু মুড়ে ফেলবো ছুঁড়ে নষ্ট দিনের কষ্ট ভার।
দেখবো চষে হিসাব কষে বছর শেষে হালখাতায়
লিখবো ছড়া জীবন গড়া বাতাস করা তালপাতায়।