আখতার হোসেন আজাদ #
আমরা তরুণ চাইলে পারি
অকাশটাকে জয় করতে
আবার মোরা চাইলে পারি
ঐ চাঁদটা হাতে ধরতে।
ইচ্ছে হলেই যায় যে ছুটে
মোদের অবুঝ মন
অচিন বনে যায় হারিয়ে
মনটা চায় যখন।
অসাধ্য ঐ কঠিন পাহাড়
ভাঙতে মোরা পারি
সীমানাহীন দূরের পথ
দেই যে মোরা পাড়ি।