সুজন জাহাঙ্গীর #
জানতে আমার ইচ্ছে করে
আকাশ কোথায় নেমেছে?
উড়ে উড়ে মেঘগুলো হায়
কোথায় গিয়ে থেমেছে?
জানতে আমার ইচ্ছে করে
সূর্য কোথায় আলো পায়?
ঝিকমিকানো তারাগুলো
দিনে কোথায় মুখ লুকায়?
সুজন জাহাঙ্গীর #
জানতে আমার ইচ্ছে করে
আকাশ কোথায় নেমেছে?
উড়ে উড়ে মেঘগুলো হায়
কোথায় গিয়ে থেমেছে?
জানতে আমার ইচ্ছে করে
সূর্য কোথায় আলো পায়?
ঝিকমিকানো তারাগুলো
দিনে কোথায় মুখ লুকায়?
বাকিটা কোথায়…?
বাকিটা হাওয়া হয়ে গেছে