Home তোমাদের কবিতা বসন্তের ছোঁয়ায়

বসন্তের ছোঁয়ায়

সিয়াম বিন আহমাদ #

অচিন পুরের অচেনা পাখি
সব হয়েছে জোট
ফুলের সাথে হেসে খেলে
লাল করেছে ঠোঁট।
সন্ধ্যাবেলা সূর্য ডুবে
বাঁকা নদীর তীরে
পাখিরা সব ভুলেই গেছে
ফিরতে হবে নীড়ে।

SHARE

1 COMMENT

  1. প্রথম চার লাইন নেই তো …..

    কৃষ্ণচূড়া শিমুল পলাশ
    সেজেছে আজ লালে,
    শালিক টিয়ে বুলবুলিরা
    নাচছে ডালে ডালে……!

Leave a Reply