মু. আল আমিন
ছোট্ট খোকা মায়ের কাছে
ধরল এক বায়না
চাঁদ মামাকে ধরতে যাবো
আমার সাথে আয়না।
চাঁদ মামাটা দূর আকাশে
খিলখিলিয়ে হাসে
তাকে আমি ধরতে যাবো
তুমি থেকো পাশে।
খোকা বলে বাবার কাছে
এনো একটি নতুন জামা
জামা পরে দূর আকাশে
আনতে যাবো চাঁদ মামা।
মু. আল আমিন
ছোট্ট খোকা মায়ের কাছে
ধরল এক বায়না
চাঁদ মামাকে ধরতে যাবো
আমার সাথে আয়না।
চাঁদ মামাটা দূর আকাশে
খিলখিলিয়ে হাসে
তাকে আমি ধরতে যাবো
তুমি থেকো পাশে।
খোকা বলে বাবার কাছে
এনো একটি নতুন জামা
জামা পরে দূর আকাশে
আনতে যাবো চাঁদ মামা।