আবুল হোসেন আজাদ
শহর থেকে দূরে-
পার হয়ে এক ছোট্ট নদী
আমার গাঁয়ে আসো যদি
দেখবে তুমি সবুজ শ্যামল
গাঁওটি আমার ঘুরে।
ভোরের আকাশ আবির রঙে
রেঙে যে হয় লাল
আর তখনই সূর্য উঠে
বিছায় রোদের জাল।
দেখবে নাটা বনÑ
আম কাঁঠাল জাম বাগান আছে
কাঠ বিড়ালী ছুটছে গাছে
দোয়েল শালিক ঘুঘু ফিঙে
নাচছে সারাক্ষণ।