খালেকুর রহমান জসিম#
জেলখানার ওই বন্দিঘরে
একটা বন্দি কবুতর
আমি বন্দি কবুতর
জেলখানাতে আইসা আমার
নিলো না কেউ খবর।
ভাই-বন্ধু আত্মীয় স্বজন
কেউ আসে না দেখতে
কেউ আসে না এখন আমার
প্রেম কবিতা লিখতে।
জেলখানার ওই দারোগা ভাই
তোমায় একটা কথা কই
বুকে চেপে রাখা দুঃখ
কেমন করে সই।