শাহাদাত হোসেন বাবু #
ইশকুলের অঙ্ক মাস্টার
মারেন পিঠে ডাস্টার।
ভয়ে ভয়ে ছাত্রছাত্রী
অহরহ ত্রাহি ত্রাহি।
ক্লাসে তিনি ঢুকেন যখন
নীরবতা পিনপতন।
ব্যাঞ্চও নড়ে না
ক্যাচকোচ করে না।
পড়ে যখন ঘণ্টা
নেচে উঠে মনটা।
শাহাদাত হোসেন বাবু #
ইশকুলের অঙ্ক মাস্টার
মারেন পিঠে ডাস্টার।
ভয়ে ভয়ে ছাত্রছাত্রী
অহরহ ত্রাহি ত্রাহি।
ক্লাসে তিনি ঢুকেন যখন
নীরবতা পিনপতন।
ব্যাঞ্চও নড়ে না
ক্যাচকোচ করে না।
পড়ে যখন ঘণ্টা
নেচে উঠে মনটা।