Home ছড়া-কবিতা আমার মা আমার মা March, 2015 নারায়ণ চন্দ্র রায় # আমার মা আমার স্বর্গ আমার মা আমার গর্ব। আমার মা আমার সুখ, মায়ের বুকে মাথা রেখে মুছে যায় সকল দুখ। আমার সঙ্গে মায়ের ছিল অনেক অনেক প্রীতি, প্রীতি এখন ব্যথা হয়ে ঝরে নিরবধি।